Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাকুরগাছিতে অনুষ্ঠিত হলো ফুড ফেস্টিভ্যাল

ইন্দ্রজিৎ আইচ :- এই প্রথম কাকুরগাছি চলন্তিকা ক্লাবের আয়োজনে তাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো গত ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো
ফুড ফেস্টিভ্যাল। ব্যাবস্থাপনায় ছিলেন ওয়াও ম্যানটিক ইভেন্টস। এই ইভেন্টের কর্ণধার কুন্তল বোস এক সাংবাদিক সম্মেলনে জানালেন এই প্রথমবার কাকুরগাছী তিন এর এ বাস স্ট্যান্ডে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। এখানে ২২ থেকে ২৩ টা স্টল হয়েছে। এখানে আমিনিয়া, ওয়াও মোমো থেকে দাদা বৌদির বিরিয়ানি এমনকি বাকুড়া, নদীয়ার মিষ্টি দই এমনকি বাটি সাপটা, পিঠে পুলি থেকে নানা ধরনের মিষ্টি এই ফুড ফেস্টিভ্যাল এ এসেছিলো।


এই চারদিন খাদ্য রসিকদের ভির ছিলো চোখে পড়ার মতন। প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ১০ টা পর্যন্ত ভোজন রসিকরা দুপুরের খাবার থেকে রাতের বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিয়েছিলো। কাকুরগাছি, বাগমারী, ফুলবাগান, বেলেঘাটা থেকে উল্টোডাঙ্গা, মুচিপাড়া এমনকি মানিকতলা মানুষজন এই ফুড ফেস্টিভ্যাল এ বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করেছিল।

Related News

Also Read