প্রদীপ কুমার সিংহ :- গত 25 নভেম্বর বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের গণেশ পুর এলাকায় খুন করা হয় একটি যুবককে। নাম রাজা সরকার । বাড়ী আলিপুর দুয়ারের শামুকতলা থানা এলাকায়। রাজা সরকারের পরিবারের লোকেরা বারুইপুর থানা একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নিলু আলী ,ও এম ডি শাহাবুদ্দিনকে গ্রেফতার করে মল্লিকপুর ও সোনাগাছি অঞ্চল থেকে। পুলিশ সূত্রে খবর নীলু আলী সোনাগাছির কাছে কাজ করতেন। কয়েক মাস আগে রাজা সরকারের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয় আস্তে আস্তে সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক ক্রমশ গাড়ো হয়। এই কথা নিলু আলীর স্বামী শাহাবুদ্দিন জানতে পারে। তার স্ত্রী সঙ্গে যুক্তি করে রাজাকে একদিন মল্লিক পুরের বাড়িতে ডেকে পাঠায়। সেখানে দুজনের সঙ্গে বচসা হয় রাজার। তারপর রাজা কে মারধর করে। রাজা গুরুতর আহত হয়। তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে। তারপরে সেখানেই রাজা মারা যায়। রাজার পরিবারের মানুষ বারুইপুর থানা একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ শাহাবুদ্দিন কে গ্রেফতার করে কিছুদিন আগে।
বারুইপুর আদালতের তোলার পর নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালতের বিচারক। শাহাবুদ্দিনকে জেরা করার পর তার স্ত্রী নীলু আলী কথা জানতে পারে পুলিশ। রবিবার রাতে বারুইপুর থানাব এস আই দীপঙ্কর পাল এর নেতৃত্বে একটি টিম সোনাগাছি এলাকা থেকে নিলু আলীকে গ্রেফতার করে আনে। পুলিশ আরো জানায় ধৃত ব্যক্তিরা স্বীকার করে রাজাকে খুন করে মল্লিকপুর নিজের বাড়িতে। পুলিশ তাদের বিরুদ্ধে ১০৩,২৩৮, ৩(৫) ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। শাহাবুদ্দিন ও নিলু আলী কে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে।






