Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

বনমালীচট্টা হাইস্কুলের আবাসিক কর্মচারীদের শীতবস্ত্র  বিতরণ করলো হোস্টেল কর্তৃপক্ষ

সামাজিক দায়বদ্ধতা থেকে কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের ছাত্রাবাসের আবাসিক কর্মচারীদের মধ্যে বুধবার বিকেলে শীতবস্ত্র ও অর্থকরী ফলের চারাগাছ বিতরণ করলো হোস্টেল কর্তৃপক্ষ। এই  কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কর, হোস্টেল সুপার শিক্ষক অজয় কুমার গিরি, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, অশোক বর্মন সহ অন্যান্যরা। কর্মচারীদের বৃহত্তর পরিবারের সদস্য উল্লেখ করে হোস্টেল সুপার অজয় বাবু জানিয়েছেন, হোস্টেল পরিবারের প্রধান ভিত্তি হলো নৈতিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক ভালোবাসা।

আবাসিক ছাত্রদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ধারাবাহিকভাবে চালনা করার ক্ষেত্রে হোস্টেল পরিবারের সদস্যদের ভূমিকা অপরিসীম। শীতার্ত সেইসব মানুষরা যাতে কষ্ট না পায় সেজন্যই এমন উদ্যোগ। এদিন জ্যাকেট, সোয়েটার ও অর্থকরী ফলের চারাগাছ হিসেবে আম্রপালি তুলে দেওয়া হয় ছাত্রাবাসের কুড়ি জন কর্মচারীদের হাতে। হোস্টেল কর্তৃপক্ষের এধরনের উদ্যোগে স্বভাবতই ভীষণ খুশি হোস্টেলের কর্মচারীরা।

Related News

Also Read