প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনিতে বেড়াতে এসে এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হল। প্রিয়ন্তী পাটোয়ারী নামের এই বছর ১৬ বয়সী পর্যটক সমুদ্রে নেমে মোবাইলে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মা বাবার সঙ্গে এদিন শংকরপুরের সি বিচে থেকে কিছুটা নিচে নেমে গিয়ে মোবাইলে সেলফি তুলেছিল প্রিয়ন্তী।সেই সময়ে দুর্ঘটনাটা ঘটে।
জানা গেছে পর্যটক নাবালিকা নিয়ন্ত্রন হারিয়ে গার্ডওয়াল থেকে নীচে পড়ে গেলে উত্তাল ঢেউয়ে তাকে সমুদ্রে টেনে নিয়ে যায়।দুর্ঘটনাটা নজরে আসতেই নুলিয়ারা সাথে সাথে উদ্ধারের চেষ্টা চালালেও পারেনি ।পরে তাকে উদ্ধার করে বালিসাই হাসপাতালে চিকিৎস্যার জন্যে নিয়ে এলে চিকিৎস্যকেরা মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে দুর্ঘটনাগ্রস্থ এই পর্যটক দল আইন মেনে ভারতে এসে ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং এরা যে হোটেলে ছিল সেখানে সি ফরম পূরণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
কারণ বাইরের দেশ থেকে কোন পর্যটক এলে তাকে হোটেলে উঠতে গেলে প্রথমে সি ফরম পূরণ করতে হয় এবং থানা কে জানাতে হয় ।এই নিয়েও তদন্ত চালাচ্ছে মান্দারমনি থানার পুলিশ
