Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

একক সন্তুর পরিবেশন আহিলান হাট্টির ।

ইন্দ্রজিৎ আইচ :- কিংবদন্তি সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য র সন্তুর আশ্রম এক কথায় জনহিতকর সংগঠন। তার ছাত্র ছাত্রীদের আগামীদিনের সন্তুর এর তারকা বানাতে আয়োজন করছেন তরুণ ভট্টাচার্য নানা অনুষ্ঠান।

কলকাতা রোয়িং ক্লাবে আগামী 4 ঠা জুলাই 2024- বৃহস্পতিবার এ ইস্ট ওয়েস্ট লাইভ মিউজিক্যাল ইভেন্ট হতে চলেছে।
এই সংগীত সন্ধ্যার উদ্দেশ্য হলো পরবর্তী প্রজন্মের সংগীতশিল্পীদের প্রচার করা এবং তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়া।আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য জানালেন
আহিলান হাট্টি (ইউএস এ) তার খুব প্রিয় ছাত্র । সে ওইদিন সন্তুর পরিবেশন করবে ।এই একক সন্তুর  বাদনের সাথে  জ্যোতির্ময় রায়চৌধুরীর এ গ্রেড তবলা বাদন হবে এক অসাধারণ যুগলবন্দী।

আজ এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল একজন মার্কিন বাসিন্দা এবং নাগরিক কীভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে নিজেকে তৈরি করেছেন এবং এটি তার জীবন ও শিক্ষার উপর প্রভাব ফেলেছে সে সম্পর্কে একটি অন্তর্দৃষ্টি পাওয়া।
তরুণ ভট্টাচার্য আরো বলেন
আমরা তরুণ শিল্পীদের উত্সাহিত করতে এবং শুধুমাত্র ভারতীয়দের মধ্যেই নয়, সারা বিশ্বে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্রচারে সহায়তা করার জন্য আমাদের সন্তুর আশ্রমের এই মূল উদ্দেশ্য।

Related News

Also Read