Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল তৃণমূলের সক্রিয় কর্মী সুধীর দাসের।

তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি – ১ নং ব্লক এর রাইপুর পশ্চিম বাড় গ্রাম পঞ্চায়েতের সিরিয়া বুথের তৃণমূল কংগ্রেসের এক জন সক্রিয় কর্মী সুধীর দাস ওরফে পবন দাসের।

শনিবার  সকালে সিরিয়া বুথে  কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনের পতাকা লাগানোর জন্য পতাকায় লাঠি লাগাতে লাগাতে তীব্র গরমের দাপটে অসুস্থ হয়ে পড়েন। অনুমান  হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। তাকে তড়িঘড়ি  দারুয়ায় কাঁথি মহকুমা  হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কলকাতায় রেফার করেন।  কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। তিনি কলকাতার হাসপাতালে রবিবার    পরলোকগমন করেন।

খবর পেয়েই তাঁর প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করতে  বাড়িতে হাজির হন তৃণমূল নেত্রী ও রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান জাহেরুন বিবি, তৃণমূল নেতা  সত্তার সাহেব, সোয়েব মহম্মদ, আহমেদ হোসেন, কালি পদ দাস, স্বপন দাস, রতন মাইতি, শঙ্কর মাইতি, বাবলু ভুঞা, পরিমল গিরি সহ আরো বহু রাজনৈতিক কর্মীবৃন্দ।

মৃত এই তৃনমূল কর্মী পেশায় ডাব ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী,দুই পুত্র, দুই পুত্রবধূ, দুই কন্যা সহ অগণিত গুণমুগ্ধ মানুষজন।

Related News

Also Read