শুক্রবার ১৫ ডিসেম্বর ছিলো রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ৫৩ তম জন্ম দিন।
এই ৫৩তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার সকালে কাঁথি ভবতারিণী কালি মাতার মন্দিরের শুভেন্দুবাবুর মঙ্গল কামনা ও আগামী দিনে তাঁর রাজনৈতিক সফলতা অর্জনের জন্য বিজেপি নেতা ধীরেন্দ্র নাথ পাত্রের নেতৃত্বে পূজো দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দন জানা, ইলোরা চক্রবর্তি, প্রকাশ মাইতি,মহেশ শুর, সহ- বিজেপির কর্মী সমর্থকেরা।
পূজো দেওয়ার পর পথ চলতি মানুষ ও কাঁথি শহরের স্থানীয় দোকানদারদের লাড্ডু বিতরণ করে বিজেপির কর্মী সমর্থকেরা।


Post Views: 62





