প্রদীপ কুমার সিংহ:- জয়নগর থানার দায়িত্বভার গ্রহণ করলেন নব নিযুক্ত আই সি পার্থ সারথি পাল। শনিবার সকালে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন জয়নগর থানার বিদায়ী আই সি রাকেশ চ্যাটার্জী।
জয়নগর থানার অন্তর্গত বামনগাছি এলাকায় তৃণমূল নেতা সাইফুদ্দিন হত্যাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই হলো জয়নগর থানার আই সি বদল। যদিও এটা রুটিন বদলি বলে দাবি জেলা পুলিসের। শুক্রবার সন্ধ্যায় রাজ্য পুলিশের বিভাগীয় দপ্তর থেকে এই বদলি র নির্দেশ পান জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি। পাশাপাশি জয়নগর থানায় দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ পান বারুইপুর পুলিশ জেলার ডিআইবি তে কর্মরত পার্থ সারথি পাল।
শনিবার সকালে জয়নগর থানার দায়িত্বভার গ্রহণ করেন নতুন আইসি পার্থ সারথি পাল। তার হাতে দায়িত্বভার তুলে দেন জয়নগর থানার বিদায়ী আই সি রাকেশ চ্যাটার্জী।
এদিন জয়নগর থানার সমস্ত পুলিশ কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী আই সি রাকেশ চ্যাটার্জিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নবনিযুক্ত আইসি পার্থসারথি পালকে অভিনন্দন জানানো হয়।







