Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কংগ্রেসের সোস‍্যাল মিডিয়ার কর্মশালা।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা কংগ্রেস পার্টি অফিসে রবিবার কংগ্রেসের সোস‍্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশান ডিপার্টমেন্টের একটি কর্মশালা হয় ।

এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কো-অর্ডিনেটর শিউ মাইতি, জেলা কংগ্রেস সভপতি মানস কর মহাপাত্র, সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, ব্লক সভাপতি অমিতাভ জানা, প্রসেনজিৎ জানা এবং পটাশপুর ও এগরা বিধানসভা এলাকার কংগ্রেসের সোস‍্যাল মিডিয়া কর্মীরা।

এই কর্মশালায় সাধারণ মানুষের জ্বলন্ত সমস‍্যাগুলো প্রচারের আলোয় আনা এবং রাজ‍্য ও কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর মিথ‍্যা প্রচারের বিরুদ্ধে সঠিক তথ‍্য সোস‍্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের নজরে আনার উপর গুরুত্ব দেওয়া হয়।

Related News

Also Read