Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

থ্যালাসেমিয়া শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস পালন।।

থ্যালাসেমিয়া শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস পালন করল অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসে থ্যালাসিমা শিশু ও অসহায় অনাথ শিশুদের নিয়ে এবারে স্বাধীনতা দিবস উদযাপন করলো অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । থ্যালাসেমিয়া শিশুদের প্রত্যেককে একটি করে ছাতা, একটি গাছ, টিফিন সহ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। কর্মসূচির শুরুতে
প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করলেন কাথিঁ মুসলিম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী শাসমল কাঁথি ১নং ব্লকের বিডিও,সেবা তীর্থের কর্ণধার ও দেশপ্রাণ হেলথ এসোসিয়েশন এর সভাপতি গোবিন্দ প্রসাদ কান্ডার ও কাঁথি বনদপ্তরের আধিকারিকগণ এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মনজুর রহমান খান , সম্পাদক শেখ নুর ইসলাম, সহ সভাপতি শেখ সাবার মেডিকেল সেলের চেয়ারম্যান ডাক্তার কাশেদ খাঁন প্রমুখ


সভাপতি মঞ্জুর রহমান খান বলেন থ্যালাসিমিয়া শিশুদের নিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস, আগামী দিনগুলোতে আরো বেশি বেশি করে সংগঠন থেকে এদের পাশে থাকার আশ্বাস দিলেন উনি

Related News

Also Read