পঞ্চায়েত সমিতি চত্বরে বিডিওর বাংলোর মধ্যেই বোমা উদ্ধারের ঘটনায় বুধবার সকালে পটাশপুরে চাঞ্চল্য ছড়ালো। যদিও পুলিশের দাবী এটি একটি গাছ বোমা।

বুধবার সকালে পটাশপুর-১ পঞ্চায়েত সমিতিরর চত্বরে বিডিওর বাংলোর মধ্যে গাড়ির গ্যারাজের সামনে এই বাজিটি পড়ে থাকতে দেখেন পরিচারিকারা। ঘটনা স্থলে পটাশপুর থানার পুলিশ এসে এই বাজিটি উদ্ধার করেছে। বাজিটি আধপোড়া অবস্থায় পড়েছিল বলে দাবী।

বিডিও পারিজাত রায় বলেন ‘সকালে পরিচারিকা এসে দেখেন বাংলোর মধ্যে একটি বোমা পড়ে রয়েছে। বেরিয়ে দেখি একটি গাছ বোমা। পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে গেছে। এই ঘটনার নিরাপত্তা হীনতায় ভুগছি’।
গত ১৭ মার্চ নবান্ন পটাশপুর-১ বিডিও পারিজাত রায়কে মুর্শিদাবাদে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। যদিও নতুন বিডিও পটাশপুরে-১ ব্লকে না আসায় এখনো দায়িত্ব সামলাচ্ছেন পারিজাত রায়।

Post Views: 59





