প্রদীপ কুমার সিংহ :- বোমাবাজির ঘটনা চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে মাস্টার পাড়ার মঙ্গলবার রাতে। বুধবার সকালে তদন্তে যান বারুইপুরে এসডিপিও অতীস বিশ্বাস ও বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায় ।
আর কিছুদিন পরেই পঞ্চায়েত ভোট কিন্তু পঞ্চায়েত ভোটের আগে পৌরসভায় এলাকায় এই বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বারুইপুরে এসডিপিও অতিশ বিশ্বাস সাংবাদিকদের বলেন বারুইপুর মাস্টারপাড়া একটা বোম ফাটার ঘটনা ঘটেছে তাতে করে একজনের বাড়ি দেওয়াল ভেঙে যায়। এত রাত্রে কে বা কারা বোম মারলো? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ মঙ্গলবার রাত এগারোটা চল্লিশ নাগাদ বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ায় মানুষ আতঙ্কে থাকে। কে বা কারা? এই বোমবাজি করল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে এলাকাবাসী। এস ডি পি ও বলেন তদন্ত চলছে ।যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তখন বলা যাবে না কারা এই বোমটা মেরেছে।






