Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। হলদিয়া রিফাইনারি উদ্যোগে বসলো ফুলের মেলা ।।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহরের টাউনশিপের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে হলদিয়া রিফাইনারি উদ্যোগে শুক্রবার সূচনা হল ” ৪৪ তম বার্ষিক পুষ্প প্রদর্শনী।



এর উদ্বোধন করলেন হলদিয়া রিফাইনারি হেড অতনু সান্যাল। পুষ্প প্রদর্শনী মেলাটি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন ফুল মানুষের কাছে এক বিশেষ আকৃষ্টের বিষয়। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বোধহয় নেই । ফুলের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই আমরা ।আর শীতকাল মানেই ফুলের সময়। ফলে এই সময় প্রতি বছর পুষ্প প্রদর্শনী ,পুষ্প মেলার আয়োজন করা হয় ।

Related News

Also Read