Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। বাথুয়াড়ী প্রাথমিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ী প্রাথমিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল শুক্রবার।

এদিন স্কুলের কচিকাঁচাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাথুয়াড়ী বাজার এলাকায় পরিক্রমা করে। এরপরে স্কুল কতৃপক্ষের তরফে গুণিজনদের সংবর্ধনা দেওয়া হয়। সেইসঙ্গে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়।

পাশাপাশি স্কুলের কচিকাঁচারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সবুজ বাঁচাতে এদিনের অনুষ্ঠান থেকে চারাগাছ তুলে দেওয়া হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাথুয়াড়ী গ্রাম শিক্ষা কমিটির সভাপতি মানসী হাতি, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, এগরা পূর্ব চক্রের এস আই তুহিন দাস, বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরানী হাজরা, উপ-প্রধান সুজিত শী, সমাজসেবী ভীমচরণ হাজরা, স্কুলের প্রধান শিক্ষক অমৃত রাজ রায়, শিক্ষক সুজল পাত্র, হরেকৃষ্ণ পাত্র, অনুপম মাইতি, অঞ্জলি পট্টনায়ক, সুপর্ণা রানী দে, সুব্রত দাস প্রমুখ।

Related News