Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। বিপজ্জনক দেশ পাকিস্থান,দাবি আমেরিকার প্রেসিডেন্টের ।।

পাকিস্তানকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির অন্যতম’ বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে চার বছর ‘ধূসর তালিকায়’ থাকার পরে চলতি মাসে আন্তর্জাতিক মহল ইসলামাবাদকে মুক্তি দিতে পারে বলে জল্পনা। তার আগে বাইডেনের এই মন্তব্য পাকিস্তানকে বেকায়দায় ফেলল বলে মনে করা হচ্ছে।

বাইডেনের মতে, পারমাণবিক অস্ত্র থাকলেও সেগুলি ভুল জায়গায় ব্যবহার করে পাকিস্তান। সেই জন্যই বিশ্বের কাছে যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠছে ভারতের প্রতিবেশী দেশটি। প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তানের এফ-১৬ বিমানবাহিনীর জন্য নতুন করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকার সরকার। 


আগামী ১৮-২১ অক্টোবর প্যারিসে এফএটিএফ-এর ২০৬ জনের প্রতিনিধি দলের বৈঠক হবে। সেখানে রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ), বিশ্ব ব্যাঙ্ক, ‘এগমন্ট গ্রুপ অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা পরিস্থিতি পর্যালোচনা করে ইসলামাবাদকে ফের ‘সাদা তালিকা’য় ফেরত আনতে পারেন বলে জল্পনা।

বেসরকারি অনুষ্ঠানে করা বাইডেনের এই মন্তব্য প্রকাশ্যে এসেছে। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানকে সামরিক সাহায্য করেও কেন সেই দেশকে বিপজ্জনক বলে অভিহিত করছেন বাইডেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে।

Related News