Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। নন্দীগ্রামে সশক্তিকরণ অভিযান শুভেন্দুর ।।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি ১ পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে ১২৩, ১২৪ ও ১২৫ নং বুথে, বুথ সশক্তিকরণ অভিযান কর্মসূচী করলেন এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী।

এই কর্মসূচীর অংগ হিসাবে গ্রামবাসীদের সাথে কথা বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনায় রেশনে মাথাপিছু ৫ কেজি চাল ও গম, উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচালয় ও প্রধানমন্ত্রী কিষান বীমা যোজনা সহ অন্যান্য কেন্দ্রীয় কোন কোন প্রকল্পের উপোভোক্তা কিনা খোঁজ নেন শুভেন্দু বাবু ।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গুলি স্থানীয় বাসিন্দাদের লাভ হচ্ছে কিনা বা কোন কোন প্রকল্পের লাভ তারা এখনো পান নি, প্রত্যেকে টিকা পেয়েছেন কিনা, করোনা ভ্যাকসিনের বুষ্টার ডোজ পাচ্ছেন কিনা ইত্যাদি বিষয় গুলি সবিস্তারে খোঁজ নেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

Related News