Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

।। ফের স্নানে নেমে পর্যটকের মৃত্যু দিঘায় ।।

প্রদীপ কুমার মাইতি :- কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরীতে দিঘায় বেড়াতে এসে সমুদ্রে নেমে এক পর্যটকের মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃত পর্যটকের নাম কল্যাণ দাস ( ৪৮)।মৃতের বাড়ি কলকাতার ৩২ কেপি রায় লেন থানা চারু মার্কেট এলাকায়।

জানা গিয়েছে, কয়েক জন বন্ধুবান্ধবদের সঙ্গে শনিবার দিঘায় বেড়াতে আসেন কল্যান। রবিবার সকালে পুরানো দিঘার সি হোক গোলা স্নান ঘাটে যান এই পর্যটক।জানা অন্যান্য বন্ধুবান্ধবরা গাড়োয়ালের উপরে বসে থাকলেও কল্যাণবাবু একাই সমুদ্রস্নানে নেমে যান। বেশ কিছুক্ষণ ধরে তাকে খুঁজে না পাওয়ায় বন্ধুবান্ধবরা দিঘা থানায় খবর দেয়।


ঘটনাটা জানার সাথেন্সাথে নুলিয়ারা সমুদ্রে ঝাঁপ দিয়ে তাকে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসকেরা এই পর্যটককে মৃত বলে ঘোষণা করেন। কল্যাণ তার পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে ।যদিও তিনি অবিবাহিত বলে পরিবার সূত্রের খবর।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্তে পুলিশ।

Related News