ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ফের বরিস জনসনের উত্তরসূরি হয়ে ওঠার দাবি জোরালো করছেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে দুই প্রার্থীর টিভি বিতর্কের পরে যেন কিছুটা এগিয়ে গেলেন ঋষিই।
এই প্রথম এমন টিভি বিতর্কে মুখোমুখি হলেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী দুই জন ঋষি সুনক ও লিজ ট্রাসে। কর, ব্রেক্সিট, চিন ইত্যাদি নানা বিষয়ই উঠে এল বিতর্কসভায়। বিতর্কে ঋষি ও লিজ পরস্পরকে লাগাতার আক্রমণ করতে থাকেন। বিতর্কসভার শেষে নেওয়া ১ হাজার ৩২টি ভোট থেকে দেখা যায় ৩৯ শতাংশ ভোটার মনে করেন এদিনের বিতর্কে ঋষিই টেক্কা দিয়েছেন। অন্যদিকে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন লিজ ট্রাসকে। সব মিলিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াই চলছে একেবারে সেয়ানে সেয়ানে।

Post Views: 21