Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

স্বেচ্ছাসেবী সংস্থার পাঠাগার উদ্বোধন হলো

প্রদীপ কুমার সিংহ :-বারুইপুর স্নেহের পরিচালনা সুধীভা পাঠাগার উদ্বোধন হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিশালক্ষী মন্দিরের পাশে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার কান্তি ব্যানার্জি, প্রাক্তন শিক্ষক ডক্টর রজত কর্মকার শিক্ষক ,পঞ্চায়েত সদস্য সমিতির কর্মদক্ষ লিয়াকত আলী মোল্লা, প্যাডম্যান ভবঘুরের রাজা,, (নীলাঞ্জন দত্ত,) ডক্টর আকবর হোসেন মন্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পাঠাগার উদ্বোধনী উপস্থিত ছিলেন। বারুইপুর স্নেহের কর্ণধার পায়েল ব্যানার্জি বিভিন্ন জায়গা থেকে বই কালেকশন করে এই মহৎ পাঠাগারটি তৈরি করে। আপাতত এই লাইব্রেরীতে ক্লাস ফাইভ থেকে স্নাতক তর ও ইঞ্জিনিয়ারিং পাঠরতা বই পাওয়া যাবে। বিভিন্ন মানুষের সহযোগিতা প্রায় ৮০০ থেকে ৯০০ বই কালেকশন হয়।

Related News