পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশীভূষণ কলেজের ক্যাশিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অফিস বিল্ডিং এর গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।

বৃহস্পতিবার কলেজের ক্যাশিয়ারের সঙ্গে একাউন্টেটের এই দুর্নীতি নিয়ে কথা কাটা কাটি হয় বলে আন্দোলনকারীদের দাবি।এর জেরে একাউন্টেন্ট তুফান ত্রিপাঠী অসুস্থ হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ক্যাসিয়ার তাপস লাল দাসের নামে এর আগেও বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছে বলে কলেজ সুত্রে জানা গেছে। ছাত্র দের ভর্তি করানো, কলেজ ইউনিফর্ম এর টাকার প্রচুর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়ন এর পক্ষ থেকে। এই বিষয়ে অধ্যক্ষ দীপক তামিলীকে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন, যদি কোন দুর্নীতি হয়েছে তার পূর্ণ তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কলেজ কতৃপক্ষ । এই বিষয়ে অভিযুক্ত ক্যাসিয়ার কাছের জানতে চাইলে তিনি বলেন আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে, যদি আমার কোন দোষ থাকে তাহলে কতৃপক্ষ যা শাস্তি দিবেন আমি মেনে নেবো। এই ঘটনায় এগরা কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
