টেক নির্মাণ ইস্পাত প্রাইভেট লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা বিভাগ ও বিষ্ণুপ্রিয়া এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে,ফেয়ার ফিল্ড এক্সলেন্সের আয়োজনে দাঁতনের কুরুলবাজারে আজ সম্পূর্ণ বিনামূল্যে একটি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন কুরুলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন লায়ন্স ক্লাব অফ কন্টাই । শিবিরে চক্ষু পরীক্ষা করেন ভোলানাথ চক্ষু হাসপাতাল।
শিবির থেকে প্রায় দেড় শতাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।শিবিরটি সুচারু ভাবে পরিচালনা করেন বিষ্ণুপ্রিয়া এন্টারপ্রাইজের কর্ণধার রঞ্জন প্রধান। ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত মহাপাত্র,গৌতম মহাপাত্র,সূর্যেন্দু রাজ প্রমুখ। ফেরার ফিল্ড এক্সলেন্স এর পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সনাতন জানা ও সুনীল দাস।

Post Views: 10