Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

কল্যাণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলায় আবার বিজেপির দখলে থাকা পঞ্চায়েত  এলাকায় সমবায় সমিতির  নির্বাচনে খাতা খুলতে পারল না গেরুয়া শিবির। শনিবার নন্দকুমার ব্লকের কল্যাণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব কটি আসনে জয়ী হল ঘাসফুল শিবির।

জানা গেছে ওই সমবায় সমিতির মোট ৫৪ টি আসন সংখ্যা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ছটি আসনে জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা।শনিবার বাকী থাকা ৪৮টি আসনে ভোট হয় আর  জয়ী হয় রাজ্যের শাসকদলের সমর্থিত প্রার্থীরা।

বিকেলে এই ফলাফল সামনে আসার পরেই সবুজ আবির উঠতে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কল্যাণপুর সমবায় কৃষির উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে। এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল এতে মোট ভোটার সংখ্যা ১৩৪৫ জন। শনিবার নির্বাচনে যাতে কোন অশান্তি না হয় তার জন্য সকাল থেকে পুলিশি প্রহরা ছিল।

শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ভোট পর্ব। এই জয় প্রসঙ্গে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে জানিয়েছেন, কল্যাণপুর পঞ্চায়েত বিজেপির দখলে কিন্তু সমবায় ধরে রাখতে পারল না গেরুয়া শিবির

Related News