পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যটন শহরে দীঘা তৃণমূল কংগ্ৰেস ফটোগ্ৰাফি ইউনিয়ন এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার।দীঘা জগন্নাথ দেবর মাসিবাড়ি সংলগ্নে অনুষ্ঠিত ফটোগ্রাফি ইউনিয়নের সম্মেলন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন-পদিমা-২ গ্ৰাম পঞ্চায়েত প্রধান-সুশান্ত পাত্র।,উপস্থিত ছিলেন-উপ প্রধান-সুজিত কর,পঞ্চায়েত সদস্য-সুশীল প্রধান,যুব নেতা-উত্তম মাইতি,তৃণমূল কংগ্ৰেসের নেতৃত্ব প্রবীর দলাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলন শতাধিক ফটোগ্রাফি কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন সংস্থার সভাপতি-সঞ্জীব গাঙ্গুই,সভা পরিচালন- করেন সংস্থার সম্পাদক-পরমেশ্বর সেন। সম্মেলনে ফটোগ্রাফি কর্মীদের বিভিন্ন সমস্যা মেয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকল্প উপার্জনের পথ নিয়েও আলোচনা হয়।

Post Views: 10