বাসের মধ্যে মোবাইল ও মানিব্যাগ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি শহরের মেচেদা বাইপাসে। এক মহিলা বাসে চেপে বাড়ি ফিরছিলেন এমন সময় তার কাঁদে থাকা ব্যাগ থেকে মানিব্যাগ ও মোবাইল বার করে নেয় পাশে থাকা দুই মহিলা। কন্ডাকটর টিকিট চাইলে মানিব্যাগ খুঁজে না পেতেই পাশে দাঁড়িয়ে থাকা দুই মহিলাকে সন্দেহ করে। তাদের তল্লাশি করলে মানিব্যাগ ও মোবাইল পাওয়া যায়। তাকে বাস থেকে নামিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
কাঁথি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। আর কিছু ঘটনা পাওয়া যায় কিনা তা তদন্ত করে দেখছে। জিজ্ঞাসাবাদে ওই মহিলারা জানিয়েছে তারা মেচেদায় থাকে। তাদের নির্দিষ্ট কোন ঘর বাড়ি নেই। স্থানীয় সূত্রে জানা গেছে তারা বানজারা মহিলা। তাদের কোন পরিচয় পত্র নেই।
Post Views: 13