Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

এগরায় মন্দির চুরির অভিযোগে উত্তরপ্রদেশের দুই ব্যক্তি গ্রেপ্তার

মন্দির চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশ রাজ্যের দুই বাসিন্দা কে গ্রেপ্তার করলো এগরা থানার পুলিশ। ধৃত উত্তরপ্রদেশ রাজ্যের গোরদা জেলার বিষ্ণুপুর বাইয়ার এর বাসিন্দা নাসের এবং বলরামপুর জেলার বরমপুর নাগরা মতি সাগরের বাসিন্দা ফিরোজ জগী কে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন এর আবেদন নাকোচ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রায় ১৫ দিন আগে এগরা থানার আমদুই গ্রামে একটি মন্দির চুরি হয়। সেই দিন এই দুই ব্যক্তি ওই গ্রামে তাবিজ বিক্রি করতে যায়। সেই থেকে এলাকাবাসীর সন্দেহ ছিল।

পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। শনিবার তাদের গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা। এছাড়াও এদের তাবিজ বিক্রির পেছনে আর কোন রহস্য আছে কিনা।

Related News