অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ওই গ্রামের শ্রীকৃষ্ণ মাল (৩৬)পেশায় কাঠের মিস্ত্রি মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে কড়িকাঠে ঝুলে পড়ে। তার স্ত্রী দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে জড়ো হয়। তড়িঘড়ি ফাঁস থেকে নামিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দেন। উল্লেখ্য তার একটি ছেলে চলতি বর্ষে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করে দেখছি।

Post Views: 18