মাঝ মাঠে অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে মাঠে চাষ আবাদের জন্য স্থানীয় মানুষজন গেলে দেখতে পায় মাঝ মাঠে একটি মহিলার পচা গলা দেহ পড়ে আছে। পাশে ব্যাগ ও জামাকাপ পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের চুলফলি গ্রামে।
স্থানীয় মানুষজন একটি পচা গলা দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশের খবর দিলে জুনপুট উপকূলীয় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি কাঁথি থানার পুলিশ ও গিয়ে পৌঁছায়। জায়গাটি কাঁথি থানা এবং জুনপুর উপকূলীয় থানার সীমানা এলাকা। পরে ময়না তদন্তের জন্য দেহটি কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি একটি ব্যাগ এবং কিছু জিনিসপত্র উদ্ধার করে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় বহু মানুষ জড় হয়। এলাকাবাসীর দাবি প্রকৃত খুনিকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। স্থানীয় মানুষের অনুমান মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। শুধু তাই নয় তার সঙ্গে থাকা কিছু মূল্যবান জিনিসপত্রও লুট করে নেওয়া হয়েছে। মহিলার পরিচয় উদ্ধারের জন্য পুলিশ তদন্তে নেমেছে। এলাকাবাসীর অনুমান এর পিছনে কোন পরকীয়া ঘটনা লুকিয়ে থাকতে পারে।
