বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যারোধের প্রকল্প ঘাটাল মাস্টার প্লানে রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করার পরিপ্রেক্ষিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পাশাপাশি এই ধরনের মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোন অর্থ বরাদ্দ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। নারায়ণবাবু বলেন,আগামী বর্ষার পূর্বেই শিলাবতী নদীর নিম্নাংশ খনন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান এর কাজের শ্বেতপত্র প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এছাড়াও আমাদের কমিটির প্রতিনিধি সহ ব্লক, মহকুমা ও জেলা স্তরে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠনের দাবি জানান নারায়নবাবু।
Post Views: 19