Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষা শুরু, পরিদর্শনে জেলা শাসক

রাজ্যজুড়ে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা  ৬৬ হাজার ৭৭৮ জন।  তার মধ্যে রয়েছেন ৩১৯৬৭ জন ছাত্র এবং ৩৪৮১১ জন ছাত্রী । জেলার ৬৬৬ টি স্কুলের এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য ৬৪ টি মূল পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি থাকছে ৪৮ অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র । মোট ১১২ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থাকছে জেলা জুড়ে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই জেলার বিভিন্ন স্কুলে পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজী।

পরীক্ষা কেন্দ্রগুলিতে সব রকম ব্যবস্থা রয়েছে কিনা তা দেখতেই বিভিন্ন স্কুলে পরিদর্শন করেন জেলাশাসক। তিনি বলেন সমস্ত জায়গায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে কিনা, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোথাও সাউন্ড বাজছে কিনা সবকিছু বিষয় খতিয়ে দেখতেই বিভিন্ন অফিসারদের পাশাপাশি তিনিও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করছেন। তিনি আরো জানান এখনো পর্যন্ত জেলায় কোন পরীক্ষা কেন্দ্রে কোন সমস্যা হয়নি, সবকিছু সুষ্ঠুভাবেই চলছে।

Related News