Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, ক্ষুব্ধ গ্রামবাসী

প্রদীপ কুমার সিংহ :- এক নাবালিকা সন্ধ্যার সময় বাড়ির কিছুটা দূরে দোকানে গিয়েছিল জিনিস কিনতে। দোকান থেকে ফেরার পথে দুটি ছেলে নাবালিকার হাত ধরে টানাটানি করে নাবালিকা পড়ে গেলে তাকে তুলে নিয়ে যায় একটি বাড়িতে। সেখানে তাকে গায়ে হাত দেয় ও ধর্ষণ করার চেষ্টা করে অভিযোগ ওঠে।
এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকার একটি বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন এলাকার লোকজন। বারুইপুরের থানার অর্ধগত বৃন্দাখালি পঞ্চায়েত এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, নাথ পাড়া এলাকার ওই নাবালিকা শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিলেন। অভিযোগ, দোকান থেকে ফেরার পথে স্থানীয় মাঝপুকুর গ্রামের দুই যুবক তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বজায় সেই চিৎকার কেউ শুনতে পায়নি। ঘরে নিয়ে গিয়ে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা হয় বলে অভিযোগ। এদিকে নাবালিকার মা মেয়ে না ফেরায় খুঁজতে বেরোন। খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান মহিলা। মহিলাকে দেখে পালায় দুই যুবক।
প্রাথমিক ভাবে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি ওই মহিলা। পরে জানাজানি হতেই সকালে ওই বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় লোকজন। আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বারুইপুরে এসজিপিও অতীশ বিশ্বাস ও বারুইপুর থানা আধিকারিক সৌম্যজিৎ রায় এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা চলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে বারুইপুর পূর্ব বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার ওই এলাকায় যায় শনিবার দুপুরে। তিনি বলেন কোন দল দেখা হবে না প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে শনিবার দুপুরে  বারইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের কাছে একটি অভিযোগ জানানো হয়।

Related News