Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

শিশু পাচারকাণ্ডে আরেকজন গ্রেফতার

শিশু পাচারের অভিযোগে আরো এক পাচারকারীকে গ্রেফতার করলো জুনপুট উপকূলীয় থানার পুলিশ। ধৃত রামনগর থানার গাংপুরা গ্রামের বাসিন্দা খোকন পাত্রকে আজ বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলাজতের নির্দেশ দেন। শিশু পাচার চক্রে এই নিয়ে শিশুর বাবা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করলো জুনপুট থানার পুলিশ।

অভিযোগ এক মাস আগে সদ্যজাত শিশুর বাবা কাঁথি এক ব্লকের মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামের বাসিন্দা সুবর্ণ প্রামাণিক তার শিশুসন্তানকে তার মাকে না জানিয়ে অন্য এক ব্যক্তিকে দিয়ে দেয়। সূত্রের খবর এর পেছনে আর্থিক লেনদেন হয়েছে বলে জানা গেলেও তার কোন প্রমাণ মেলেনি। এই কাণ্ডে শিশুর মা শিশুটিকে চাইলে বিপদে পড়ে শিশুর বাবা। এই নিয়ে শুরু হয় তোলপাড়। গ্রামে বসে শালিশি। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। পুলিশ তদন্তে নেমে শনিবার শিশুর বাবা সহ চারজনকে গ্রেফতার করে। ধৃতরা জেল হেফাজতে আছে। শিশুর বাবা সুবর্ণকে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে জানতে পারে  খোকন পাত্র যুক্ত। মঙ্গলবার গাংপুরা গ্রামে অভিযান চালিয়ে খোকনকে  গ্রেফতার করে। এই বিষয়ে আরো কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

Related News