Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

উত্তর কচুয়া বালক সংঘের আয়োজনে অন্ন মহোৎসব

পূর্ব মেদিনীপুরের রামনগর ২ ব্লকের  বাদলপুর অঞ্চলের উত্তর কচুয়া বালক সংঘের আয়োজনে সর্বজনীন  সরস্বতী পূজা উপলক্ষে অন্ন মহোৎসব হল মঙ্গলবার। এই অন্নমোহৎসবের  উদ্বোধনে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা  কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল ,  সমাজসেবী বিপ্লব কামিলা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Related News