Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

অবৈধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার  মুকুল বেরা

অবৈধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার হল ভূপতিনগর থানার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা মুকুল বেরা। তাকে গ্রেফতারের পাশাপাশি পুলিশ প্রায় ৪০ কেজি শব্দবাজি উদ্ধার করেছে তার দোকান থেকে।  ভূপতিনগর থানার ওসি জানিয়েছেন শব্দবাজি বিক্রির খবর পেয়েই ইটাবেড়িয়া বাজারে অভিযান চালায়।

অভিযান চালিয়ে ৪০ কেজি বাজী উদ্ধার করে মুকুল কে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার কাঁথি মহাকুম আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। থানার ওসি জানিয়েছেন পরিবেশ রক্ষা করতে এভাবেই পুলিশি অভিযান চলবে।

Related News