Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পাঠাগার ও কাকাবাবুর আবক্ষ মূর্তি উন্মোচন রামনগরে

মানুষের অকৃপণ দান, সহযোগিতা ও আন্তরিকতায় নব সজ্জায় সজ্জিত হলো সিপিআই(এম), রামনগর এরিয়া কমিটির কেন্দ্রীয় কার্যালয় সুকুমার সেনগুপ্ত ভবন।
পাশাপাশি, পার্টির কার্যালয়ে কাকাবাবু’র আবক্ষ মূর্তি,  রোহিনী করণ , হরিহর শীট স্মৃতি মুক্ত পাঠাগার ও সবিতা জানা মেমোরিয়াল হলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ ২৭ জানুয়ারী,’২৫।
উদ্বোধনের এই অনুষ্ঠানে আলোচনার সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নৃত্যানুষ্ঠান: ‘বিশ্বমনা রবীন্দ্রনাথ’ ও সলিল সমারোহে ‘ পথে এবার নামো সাথী ‘ পরিবেশন করেন সূর্য্য সেনা মুক্ত অঙ্গন, জলধা। সমবেত গণসংগীত পরিবেশন করলো- এস. এফ. আই, বোধড়া ইউনিট।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়।  অনুষ্ঠান মঞ্চেই   গৃহ সংস্কার এর জন্য সরাসরি নেতৃত্বের হাতে অর্থ ও পাঠাগারের জন্য বই তুলে  দেন পার্টি দরদীরা। প্রবীণ পার্টি সভ্য  মানস জানা পাঠাগারের জন্য বই তুলে দিলেন।
নিউ দীঘা পূর্ব শাখার পক্ষ থেকে গণশক্তির জন্য পাঁচ হাজার টাকা তুলে
দেওয়া হলো পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আজকের অনুষ্ঠানের উদ্বোধক সুজন চক্রবর্তী, প্রধান অতিথি, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক  নিরঞ্জন সিহি’র হাতে।
উদ্বোধক সুজন চক্রবর্তী ধন্যবাদ জানিয়ে বলেন মুক্ত পাঠাগার কে আরো জনমুখী করার আহ্বান জানান। ছাত্র ছাত্রীরাও  যাতে তাদের পাঠ্যবই এখানে এসে অধ্যয়ন করতে পারে, সেদিকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের। শুধু পার্টি কার্যালয়ে বসে থাকা নয় জনগণের মাঝে থেকে জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করাটাই এখন জরুরী কাজ। নিরঞ্জন সিহি বলেন, পার্টির বিকাশে চিন্তা চেতনায় শান দিতে হবে। পার্টির ঐক্য সুদৃঢ় করে রামনগর পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।
বক্তব্য রাখেন: জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস প্রামাণিক, জেলা কমিটি র সদস্য  সব্যসাচী জানা। সভাপতিত্ব করেন রামনগর এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুরঞ্জন গিরি।  উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য প্রদীপ দাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রামনগর এরিয়া কমিটির সদস্য ও গৃহ সংস্কার সাব কমিটির কনভেনার শ্যামসুন্দর জানা।

Related News