Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

পথ নিরাপত্তা শিবির হলো পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ে।

পথ নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ে এগরা থানা ও এগরা ট্রাফিকের বিভাগের যৌথ উদ্যোগে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’  কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়ার জন্যই এই আলোচনা বলে জানিয়েছেন পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা ট্রাফিক বিভাগের ওসি প্রসেনজিৎ প্রামানিক, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, এ এস আই কার্তিক সর্দার, নেগুয়া ফাঁড়ি ইনচার্জ তরুণ কুমার সাঁই প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী হরিপদ পন্ডা।

Related News