Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার  স্বামী।

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলো স্বামী। অভিযোগ গত ৫ মে কাঁথি শহরের কুমরপুর এলাকায় একটি বেসরকারি লজের পাশেই একটি বন্ধ ঘর থেকে মোনালিসা দে নামের এক গৃহবধূর  ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

তারপর পুলিশ তদন্ত শুরু করে মৃত্যু রহস্য উদ্ধারের জন্য। মোনালিসার বাপের বাড়ির লোকেরা কাঁথি থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নেমে গত শনিবার মোনালিসার স্বামী প্রদীপ্ত দে কে গ্রেফতার করে।রবিবার কাঁথি মহাকুমা  আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আজ মঙ্গলবার পুলিশ হেফাজতের পর তাকে পুনরায় আদালতে তোলা হয়। বিচারক জামিন নামঞ্জুর করে জেলা হাজতের নির্দেশ দেন।

Related News