আজ বিশ্ব যোগা দিবস।বিভিন্ন জায়গার মতো আজ কোলাঘাটের যদুপুর গ্রামে পূর্ব মেদিনীপুর ডায়নামিক যোগ এ্যসোসিয়েশন ও যদুপুর যোগাসন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো।
এদিন শতাধিক ছাত্রছাত্রী যোগদিবসে অংশগ্রহন করে,পাশাপাশি এদিন বিভিন্ন যোগাসন উপস্থাপিত করে।এদিন যোগব্যায়ামের পাশাপাশি মানব জীবনে যোগাভ্যাস কতোটা জরুরী তানিয়েও আলোচিত হয়।

Post Views: 28