Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং সভা কাঁথিতে

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক সহযোগিতা ও পিএনবি  ব্যাংক এর তত্ত্ববাধান এ আজ  ক্রীসিল ফাউন্ডেশন   পূর্ব মেদিনীপুর জেলা মানি ওয়াইজসেন্টার ফর ফিনান্সিয়াল লিটারেসি  প্রজেক্ট এর সমস্ত কর্মী দের নিয়ে  কাঁথি শহর এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থার আর সেটির সভা কক্ষে। একটি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং সভার আয়োজিত হলো যার উদ্যেশে যে সকল ক্রীসিল ফাউন্ডেশন ফিলড স্টাফ গন যারা বিভিন্ন গ্রামে গ্রামে সাইবার প্রতারনা রুখতে এবং আর্থিক ব্যাবহার সম্পর্কে যে সচেতন শিবির করেন সেই শিবির গুলো যেন আর ও ভালো ও তথ্য সমৃদ্ধ হয় ও সকল স্টাফ দের অভিজ্ঞাতা সমৃদ্ধিশীল হয় সেই উদ্যেশে এই ট্রেনিং সভা আয়োজিত ।

সভা শুরু টে প্রদীপ প্রজ্জ্বলন  এর মাধ্যমে এই শিবিরের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ক্রীসিল ফাউন্ডেশন এর রিজিওনাল ম্যানেজার দেবাশীষ পন্ডা, এরিয়া ম্যানেজার সৌভিক চ্যাটার্জি, সহকারি এরিয়া মেনেজার সেলিমা জানা,পিএনবির  প্রাক্তন এলডিএম সুদীপ মাইতি, এলডিএম ডঃ উজ্জ্বল কুমার বর, নাবার্ডের ডিস্ট্রিক্ট ম্যানেজার পিংকু দাস,এই কর্মসূচিতে ভার্চুয়াল বক্তব্য রাখেন  আরবিআইএলডিও রাজশ্রী অধিকারী, আর সে টির ডাইরেক্টর পুলক ভুইয়া কোর্স কোর্ড়িনেটর সৌমাল্য ভট্টাচার্য, উত্তম কুমার জানা,রবীন্দ্রনাথ মন্ডল, অশ্বিনী বর, অভি সামন্ত, রাজেশ পন্ডা প্রমুখ।প্রশিক্ষণ শেষে রিজিওনাল ম্যানেজার দেবাশীষ পন্ডা বলেন গ্রামবাংলায় মানুষকে সচেতন করার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচটি সহ সারা রাজ্যে  ১১৯ টি শাখার মাধ্যমে রিজার্ভ ব্যাংকের নির্দেশক্রমে এই সচেতনতার কর্মসূচি চলছে। বুধবারের শিবিরের ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। যারা গ্রামের মানুষকে সচেতন করার কাজ করবে। শুধু সাইবার প্রতারণা নয় মানুষকে অর্থনৈতিকভাবে সঞ্চয় ও তার প্রকৃত ব্যবহার সম

Related News