দীর্ঘ ৩৫ বছর কর্ম জীবন থেকে অবসর নিলাম বলাগাড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের এজিএম অনুপ কুমার দাস। তিনি অবসর গ্রহণ করেছেন ৩০ এপ্রিল। আজ শুক্রবার ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালন কমিটির পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তাঁকে চন্দনের ফোঁটা উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মানপত্র এবং উপহার সামগ্রী ও স্মারক দিয়ে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি পার্থ সারথী দাস, ডাইরেক্টর ও বিধায়ক তরুণ কুমার মাইতি, রত্নদ্বীপ মান্না, উত্তম দাস, স্বপন পয়ড়্যা,সত্যজিৎ ধারা, এজিএম বিকাশ রথ, সহ সমস্ত কর্মচারী ও অন্যান্য শুভানুধ্যায়ীগণ। উপস্থিত ব্যক্তিবর্গ অনুপ বাবুর সংক্ষিপ্ত কর্মজীবন তুলে ধরেন। এছাড়াও ব্যাংকের প্রতি আনুগত্য অবদানের কথাও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।
