Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

ঠিকমতো তথ্য সরবরাহ না দেওয়ায ক্ষুব্ধ সাংবাদিকরা

কাঁথি লোকসভার গণনা কেন্দ্র কাঁথি প্রভাতকুমার কলেজে সাংবাদিকদের ঠিকমতো তথ্য সরবরাহ না দেওয়ার জন্য সাংবাদিকরা  ক্ষুব্ধ। সকালের দিকে ঠিকমতো গণনার তথ্য সরবরাহ না করার জন্য বিক্ষোভ দেখিয়ে প্রেস কর্নার ছেড়ে বেরিয়ে আসে সমস্ত সাংবাদিক। সাংবাদিকদের শান্ত করতে তৎপর হয় কাঁথি মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক।

অভিযোগ সাংবাদিকদের প্রেস কর্নারে বসিয়ে রাখা হয়। এদিকে এই ক্যাম্পাসের মধ্যে ফোন বা ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ ছিল। সর্বোপরি তথ্য সরবরাহ এবং সহযোগিতা না করার জন্য বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। পরে কাঁথি মহকুমা  তথ্য সংস্কৃতির আধিকারিক সহযোগিতা করার আশ্বাস দিলে পুনরায় সাংবাদিকরা প্রেসকর্নারে ফিরে যায়।

Related News