Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

পশ্চিম ধান্দালীবাড় মহিলা বুথ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা।

কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের দেবেন্দ্র অঞ্চলের পশ্চিম ধান্দালীবাড় মহিলা বুথ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় হল।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিইউসির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সহ-সভাপনেত্রী মিতা রানী সাউ,  কাঁথি ৩ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী  সাবিত্রী মন্ডল, কাঁথি ৩ ব্লক তৃণমূল কৃষি ক্ষেতমজুর সভাপতি  সুকুমার দলাই,  কাঁথি ৩  ব্লক তৃণমূলের সদস্যা  অপরাজিতা মাইতি, দেবেন্দ্র অঞ্চল তৃণমূলের যুব সভাপতি দেবশঙ্কর দলাই,  দেবেন্দ্র অঞ্চল আইএনটিটিইউসির সভাপতি প্রদীপ দাস,  দেবেন্দ্র অঞ্চল মহিলা তৃণমূলের সভানেত্রী  শিবানী পন্ডা, ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

মহিলা কর্মীদের তৃণমূলের প্রার্থী উত্তম বারিককে জেতানোর আহ্বান জানানো হয়।

Related News