Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

কন্টাই ইনার হুইল ক্লাব পালন করলো বিশ্ব মাতৃ দিবস।

বিশ্ব মাতৃ দিবস উদযাপন করলো পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই ইনার হুইল ক্লাব। রবিবার কাঁথির জাতীয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বাসন্তী জানাকে সম্বর্ধনা জ্ঞাপন এর মাধ্যমে বিশ্ব মাতৃ দিবস উদযাপন হলো। চন্দনের ফোঁটা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় বাসন্তী দেবীকে।

তারপর পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের সভানেত্রী রিনা মাইতি, সহ সভানেত্রী রিতা রায়,সম্পাদিকা সোমা জানা, প্রাক্তন সভানেত্রী অসীমা গুড়িয়া, অতসী দাস, শ্রাবনী দাস সহ অন্যান্য সদস্যাবৃন্দ।উল্লেখ্য অক্ষয় তৃতীয়ার দিন কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে পথ চলতি মানুষজনকে তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিতে ভেজানো ছোলা, বাতাসা ও গ্লুকোজের জল খাওয়ানো হয়।

Related News