কেকা মিত্র :- গোবরডাঙা নাবিক নাট্যম অংশগ্রহণ করলো জন ভারত রঙ্গ মহোৎসবে। দিল্লি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় (NSD) আয়োজিত পৃথিবীর বৃহত্তম এই উৎসবে নাবিক নাট্যম তাদের নিজস্ব মহলাকক্ষে “সোনার পাখি এলো ফিরে” নাটকটি মঞ্চস্থ করে। নাটকটি স্বল্প সময়ের নাটক হলেও তার বার্তাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। বসুধৈব কুটুমবকম শব্দটির পূর্ণ ব্যাখ্যা ফুটে উঠেছে নাটকটিতে এবং উঠে এসেছে ভরত মুনির নাট্যশাস্ত্রের কথা। এছাড়াও নাটকে আগামী ভারতের প্রতিচ্ছবি সারা বিশ্বের সামনে কেমন হবে তার একটি সুন্দর রূপরেখা তুলে ধরেছেন এই নাটকে। স্বল্পদৈর্ঘ্যের এই নাটকে অভিনয় অংশগ্রহণ করেছে ঋষিতা, নীল, বর্ষা, রুমকি, পাপিয়া, রাজেশ, ঋজু , রনি,ঐষাণী,ইস্পিতা, কৃষ্ণকিশোর।
আবহসঙ্গীতে ছিলেন প্রদীপ কুমার সাহা, শ্রাবণী সাহা, অশোক বিশ্বাস ও আবিন দত্ত, নৃত্যবিন্যাস ও নৃত্য পরিকল্পনায় ছিলেন রাখী বিশ্বাস,সমগ্র নাটকটির সম্পাদনা ও নির্দেশনার দ্বায়িত্বে ছিলেন পরিচালক জীবন অধিকারি। পরিচালকের অভিনব দৃষ্টিভঙ্গিতে ও আধুনিক পরিচালনায় নাটকটি যথার্থ রূপরেখা পেয়েছে।
