Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

আজকের রাশিফল

মেষ রাশি

চিকিৎসার খরচ নিয়ে চিন্তা। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন।

বৃষ রাশি

কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি সহৃদয় থাকবেন। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। 

মিথুন রাশি

কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল। ভ্রমণের সুযোগ নষ্ট হতে পারে।

কর্কট রাশি

কোনও কাজের শুরু খুব ভাল হবে না। কর্মস্থানে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে।

সিংহ রাশি

চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনও অশান্তি বাড়তে পারে। 

কন্যা রাশি

অশান্তি থেকে দূরে থাকুন। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

তুলা রাশি

ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। 

বৃশ্চিক রাশি

দুর্বলতার সুযোগ নিতে পারে লোকে। ব্যবসার দিকে সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের থেকে বাজে কিছু ঘটতে পারে। 

ধনু রাশি

দাম্পত্য জীবনে অশান্তির সময়। বুদ্ধির ভুলে কোনও কাজ পণ্ড হতে পারে। 

মকর রাশি

অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নিজের বুদ্ধিতে আয় বাড়বে। পত্নীর সঙ্গে বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে। 

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে অশান্তি বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে। 

মীন রাশি

কোমরে ব্যথা পাওয়ার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির সময়। ব্যবসায় বিবাদ থেকে সাবধান। 

Related News