Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

বৃদ্ধার রায়ত জায়গার উপর অবৈধ নির্মাণের অভিযোগ, প্রশাসন নির্বিকার।

পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি শহরে বিভিন্ন ওয়ার্ড এ সরকারি জায়গা বা অপরের রায়তি জায়গার উপর প্রশাসনের অনুমতি ছাড়া, অবৈধভাবে নির্মাণ কাজ বিভিন্ন সময় হয়ে চলছে ।অভিযোগ, ইরিগেশন কিংবা পিডব্লিউডি রাস্তার ধারের নয়নজুলি ভরিয়ে নির্মাণ কাজ দেদার চালিয়ে যাচ্ছে কতিপয় মানুষ। ফলে যান – পরিবহন, পথচারী,জলনিকাশির সমস্যা সৃষ্টি হচ্ছে শহর কাঁথি তে। বিগত কয়েক মাস গত হল কাঁথি নিউমার্কেটের সংলগ্ন ইরিগেশনের ৪ডেসিমল জায়গা নয়নজলি ভরিয়ে জনৈক ব্যক্তি কংক্রিটের বাড়ি নির্মাণ করেছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশের ফলে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন ।

ফের কাঁথি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবীন্দ্রনাথ বর পি ডব্লিউ ডি রাস্তার ওপর কংক্রিটের বাড়ি নির্মাণ করেন। শুধু তাই না তিনি ৭৩ বছরের বৃদ্ধা ঝর্ণা রথ নামের এক বৃদ্ধার জে এল নম্বর ২৬৬,দাগ নম্বর ১ এ পাঁচিলঘেরা রায়ত জায়গার উপর গত ১১.১১.২৩ তারিখে মাঝরাতে প্রশাসনের বিনা অনুমতিতে অবৈধভাবে পাকাগৃহ নির্মাণ করতে শুরু করে রবীন্দ্রনাথ।বৃদ্ধা এবং তার পরিবার পরে জানতে পেরে বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। ঝর্ণা দেবীদের মারধরের হুমকি দেয় । সেই মূলে বৃদ্ধা ঝর্ণা রথ কাঁথি থানায় অভিযোগ জানায়। যার জি ডি ই নাম্বার ৫৯৩,তারিখ ১৩.১১.২০২৩ ।কাঁথি পৌরসভা ও স্থানীয় কাউন্সিলর এ বিষয়ে নির্বিকার । উল্লেখ্য রবীন্দ্রনাথ বর সহ তার পরিবার ২০০৭ সালে উক্ত দাগের ৮ ডিসিমল জায়গা বিক্রয় করে । কাঁথি পৌরসভা ২০১৮ সালে গৃহ নির্মাণের প্ল্যান পাস করে। তা সত্বেও এক শ্রেণীর মদতে বৃদ্ধার রায়ত জায়গা বেদখল হতে চলেছে।

Related News