Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

ইসকন মন্দিরে গোমাতার পুজো করলেন শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুরের মেছেদা ইসকন মন্দিরে গোমাতার পুজো করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতী করেন মালা পরান তিনি।
ইসকন মন্দিরের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী কে তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। যদিও এই ইস্কন মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দু অধিকারী নিজেই। তাই ভক্তদের মাঝে তিনি করতল হাতে নিজে কীর্তন করলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মন্দিরে কোন রাজনৈতিক বক্তব্য রাখবো না, জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে বলেন কেন পবিত্র জায়গায় চোর ছ্যাচ্চোড়দের নাম বলে পবিত্র জায়গাকে অপবিত্র করছেন আমি মন্দিরে রাজনীতি করতে আসিনি।

Related News