Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

উৎসবের আগে দু:স্থদের বস্ত্র বিতরন পঞ্চায়েত সদস্যার।

আসন্ন দূর্গা পূজা ও দীপাবলিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলা ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রুমা শাসমলের উদ্যোগ নিয়ে এলাকার দু:স্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন।

এদিন তার বুথ এলাকার দু:স্থ অসহায় মানুষের হাতে তুলে দিলে নতুন বস্ত্র।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।এছাড়াও ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, অসিত ব্যানার্জি, সুমিত্রা পাত্র, অসিত কৃষ্ণ সাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। সব মিলি পুজোর আগে এই নতুন বস্ত্র পেয়ে খুশি স্থানীয় দু:স্থ মানুষজনেরা।

Related News