বাইকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ,আর তার জেরে মৃত্যু হল বাইক চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিঘা নন্দকুমার ১১৬ জাতীয় সড়কের মহিষাগোট পিছাবনী মাঝ বরাবর রাস্তার উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সটি রামনগরের আনন্দমঠ সংগঠনের। বাইক চালক কাঁথি দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার দুপুর দুটো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাইক সহ চালক ছিটকে পড়ে। স্থানীয় মানুষজন গুরুতর জখম অবস্থায় বাইক চালক ও অ্যাম্বুলেন্স চালক কে কাঁথি মহকুমা হাসপাতলে নিয়ে যায়। সেখানে বাইক চালককে মৃত বলে ঘোষণা করে।
অ্যাম্বুলেন্স চালকের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা পথ অবরোধ করে। ঘটনার খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

