Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

রক্তদান শিবির হল বারুইপুরে ।

প্রদীপ কুমার সিংহ :- রক্তদান শিবির হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর নবারুণ সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় বারুইপুর পুরাতন বাজার চক্রবর্তী পাড়ার দুর্গা মন্দিরে একটি রক্তদান শিবির আয়োজন করে। এই সমিতির সহ-সম্পাদক অনিমেষ দাসের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় ১২ বছর ধরে এই রক্তদান শিবির তারা করে আসছে।

এবার রক্তদান শিবিরের সহযোগিতা করে বারুইপুর চক্রবর্তী পাড়ার অগ্রদূত ক্লাব এবং কলকাতা একটি বেসরকারি ব্লাড ব্যাংক। শুধু এই রক্তদান শিবির এই সমিতি করে না সারা বছরে বিভিন্ন সামাজিক মূলক কাজও করে। প্রতিবছর দুর্গাপূজার সময় দু:স্থদের নতুন বস্ত্র বিতরণ, গরিব মানুষের ছাত্র-ছাত্রীদের বই, খাতা, পেন বিতরণ,শীতকালে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন রকম কাজ করে। এই রক্তদান শিবিরটি শুরু হয়েছিল সকাল ১০ টার সময় শেষ হয় দুপুর ২টোর সময়। রক্তদান শিবিরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখানে প্রায় ৫৫ জন মহিলা ও পুরুষ রক্তদান করে।

Related News