Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ শুক্রবার ( ১৪ই মার্চ, ২০২৫ )

বাচ্চার জন্মদিনে অসহায়দের পাশে কংগ্রেস নেতা ।

নিজের ছেলের সপ্তম জন্মদিন একটু অন্যরকম ভাবে পালন করলো কংগ্রেস নেতা আখতার আলি খান ।

রবিবার বিকালে কাঁথি দেশপ্রাণ ব্লকের কাজলা জন কল্যান সমিতির তপোবন শিশু আবাসের আবাসিক বাচ্চাদের সাথে নিজের ছেলে মহম্মদ রাহাত আখতার খানকে সাথে নিয়ে বেশ কিছুক্ষন সময় কাটান।নিজের সাধ্যমত আবাসের বাচ্চাদের হাতে টিফিন প্যাকেট তুলে দিয়ে তাদের মঙ্গল কামনা করেন আখতার।এই কংগ্রেস নেতার প্রচেষ্টাকে সাধুবাদ জানান কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পন্ডা।

ব্লকের কাজলা জন কল্যান সমিতির তপোবন শিশু আবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আখতার আলি খানকে।মহম্মদ রাহাত আখতার খানের জন্য শুভ কামনা জানানোর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষদের আরো বেশী করে তপোবন শিশু আবাসের আবাসিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়

Related News